২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শেরপুরে নিত্যপণ্যে আগুন কাঁচা মরিচ ২৮০ টাকা

শেরপুরে নিত্যপণ্যে আগুন কাঁচা মরিচ ২৮০ টাকা -

বগুড়ার শেরপুরে দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দফায় দফায় বেড়ে বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। জরুরি পণ্যগুলোরই দাম বাড়ছে বেশি। এর মধ্যে হঠাৎ জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে বাজারে যেন আগুন লেগেছে। শুক্রবার সকালে শেরপুর উপজেলার ফুলবাড়ী, রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত দুই সপ্তাহের মধ্যে প্রতিটি পণ্যের দাম বেড়েছে ১০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত। বিশেষ করে কাঁচা মরিচ ১০০ টাকা কেজি থেকে এক লাফে ২৮০ টাকা, ডিম ৩৩ টাকা হালি থেকে বর্তমানে ৪৭ টাকা, পিঁয়াজ ৩৫ টাকা থেকে ৫০ টাকা হয়েছে। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, সরবরাহ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় প্রভাব ফেলছে দ্রব্যমূল্যে। এতে বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষ বড় ধরনের বিপদে পড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বেগুন প্রতি কেজি জাতভেদে বিক্রি হচ্ছে ৬০-৭৫ টাকা, কচুমুখী ৪০-৫০ টাকা, চিচিংগা ৪০-৪৫ টাকা, বরবটি ৪০ টাকা, পটল ৪০-৪৫ টাকা, শসা হাইব্রিড ৫০ টাকা, দেশী শসা ৫৫-৬০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, করলা ৬০-৬৫ টাকা, পেঁপে ৩০ টাকা, পিঁয়াজ ৫০ টাকা , চাল কুমড়া আকার ভেদে প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৪৫ টাকা, ঝিঙা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এ ছাড়া লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, আলুর কেজি ৩০ টাকা। সবজি বিক্রেতা রফিক, রশিদ, শফিকুল ইসলাম জানান, কাঁচা মরিচের দাম পাইকারি বাজারে ২৫০ টাকা, খুচরা বাজারে ২৮০ টাকা। আমরা কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা লাভ করে থাকি। পাইকারি বাজারে দাম না কমলে আমাদের কিছু করার নেই।
বিক্রেতারা আরো জানান, কেজিপ্রতি ২০ টাকা লাভ করতেই হবে। কারণ গাড়িভাড়া ও খাজনা দিতে হয়। এ ছাড়াও খুচরা বিক্রি করতে গেলে কিছুটা ঘাটতিও হয়। পৌর শহরের হাট-বাজারসহ বিভিন্ন হাট-বাজার পরিদর্শনে গিয়ে এ তথ্য পাওয়া গেছে।
বাজারে কয়েকজন কাঁচা মরিচ ব্যবসায়ী আসাদুল, আলমগীর, শাহিনের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয়ভাবে মরিচের আমদানি কম হওয়ায় এবং চাহিদা অনুযায়ী বাইরে থেকে আমদানি করতে না পারায় কাঁচা মরিচের বাজার এতটা বেড়ে গেছে। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম জানান, বাজার মরিটরিং ব্যবস্থা সার্বণিক চালু আছে।


আরো সংবাদ



premium cement
দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২ কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু চুয়েট শিক্ষার্থীদের সড়কে অবস্থান অব্যাহত, ঘাতক বাসচালক গ্রেফতার তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা

সকল