২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শেরপুরে নিত্যপণ্যে আগুন কাঁচা মরিচ ২৮০ টাকা

শেরপুরে নিত্যপণ্যে আগুন কাঁচা মরিচ ২৮০ টাকা -

বগুড়ার শেরপুরে দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দফায় দফায় বেড়ে বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। জরুরি পণ্যগুলোরই দাম বাড়ছে বেশি। এর মধ্যে হঠাৎ জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে বাজারে যেন আগুন লেগেছে। শুক্রবার সকালে শেরপুর উপজেলার ফুলবাড়ী, রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত দুই সপ্তাহের মধ্যে প্রতিটি পণ্যের দাম বেড়েছে ১০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত। বিশেষ করে কাঁচা মরিচ ১০০ টাকা কেজি থেকে এক লাফে ২৮০ টাকা, ডিম ৩৩ টাকা হালি থেকে বর্তমানে ৪৭ টাকা, পিঁয়াজ ৩৫ টাকা থেকে ৫০ টাকা হয়েছে। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, সরবরাহ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় প্রভাব ফেলছে দ্রব্যমূল্যে। এতে বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষ বড় ধরনের বিপদে পড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বেগুন প্রতি কেজি জাতভেদে বিক্রি হচ্ছে ৬০-৭৫ টাকা, কচুমুখী ৪০-৫০ টাকা, চিচিংগা ৪০-৪৫ টাকা, বরবটি ৪০ টাকা, পটল ৪০-৪৫ টাকা, শসা হাইব্রিড ৫০ টাকা, দেশী শসা ৫৫-৬০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, করলা ৬০-৬৫ টাকা, পেঁপে ৩০ টাকা, পিঁয়াজ ৫০ টাকা , চাল কুমড়া আকার ভেদে প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৪৫ টাকা, ঝিঙা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এ ছাড়া লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, আলুর কেজি ৩০ টাকা। সবজি বিক্রেতা রফিক, রশিদ, শফিকুল ইসলাম জানান, কাঁচা মরিচের দাম পাইকারি বাজারে ২৫০ টাকা, খুচরা বাজারে ২৮০ টাকা। আমরা কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা লাভ করে থাকি। পাইকারি বাজারে দাম না কমলে আমাদের কিছু করার নেই।
বিক্রেতারা আরো জানান, কেজিপ্রতি ২০ টাকা লাভ করতেই হবে। কারণ গাড়িভাড়া ও খাজনা দিতে হয়। এ ছাড়াও খুচরা বিক্রি করতে গেলে কিছুটা ঘাটতিও হয়। পৌর শহরের হাট-বাজারসহ বিভিন্ন হাট-বাজার পরিদর্শনে গিয়ে এ তথ্য পাওয়া গেছে।
বাজারে কয়েকজন কাঁচা মরিচ ব্যবসায়ী আসাদুল, আলমগীর, শাহিনের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয়ভাবে মরিচের আমদানি কম হওয়ায় এবং চাহিদা অনুযায়ী বাইরে থেকে আমদানি করতে না পারায় কাঁচা মরিচের বাজার এতটা বেড়ে গেছে। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম জানান, বাজার মরিটরিং ব্যবস্থা সার্বণিক চালু আছে।


আরো সংবাদ



premium cement
পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

সকল