১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু : ক্লিনিক ভাঙচুর

-

কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে সীমা খাতুন (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিকে ভাঙচুর করেছে মৃতের ক্ষুব্ধ স্বজনরা।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী সীমার প্রসব বেদনা শুরু হলে তাকে কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর চুক্তির মাধ্যমে সন্ধ্যায় সীমাকে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। সদ্য ভূমিষ্ঠ মেয়েসন্তান সুস্থ থাকলেও প্রসূতি মারা গেছে খবর পেয়ে তার স্বজন ও স্থানীয়রা জনতা ক্লিনিকে হামলা চালায়।
সীমার স্বামী সহিদুল ইসলাম জানান, খুলনার সার্জন ডা: আবুল কালাম আজাদকে দিয়ে সিজার অপারেশনের জন্য ক্লিনিক কর্তৃপক্ষের সাথে তার চুক্তি হয়। কিন্তু কর্তৃপক্ষ ওই ডাক্তারকে দিয়ে অপারেশন না করে হাতুড়ে ডাক্তার দিয়ে অপারেশন করার ফলে সীমার মৃত্যু হয়েছে।
ক্লিনিকের পরিচালক আজিজুর রহমান জানান, সীমাকে ডা: আবুল কালাম আজাদ ও অঞ্জলি রায়কে দিয়েই সিজার অপারেশন করা হয়।
এ ব্যাপারে জানার জন্য ডা: আবুলের মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
কেশবপুর থানার ওসি বোরহান উদ্দীন জানান, সার্জিক্যাল ক্লিনিক কর্তৃপক্ষের মাধ্যমে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement