১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নগরকান্দায় রাতের আঁধারে সরকারি পুকুর দখল

নগরকান্দায় সরকারি পুকুরের জমি বাঁশ দিয়ে ঘিরে দখল করা হয়েছে : নয়া দিগন্ত -

ফরিদপুরের নগরকান্দায় রাতে পৌরসভা ভবনের পাশের একটি সরকারি পুকুরের জমি বাঁশ দিয়ে ঘিরে দখল করে নেয়া হয়েছে। গত ঈদের সময় থেকেই ওই পুকুরের জমি দখলের জোর চেষ্টা চলছিল। অবশেষে গত বৃহস্পতিবার রাতে ভূমিদস্যুরা সেটি বাঁশ দিয়ে ঘিরে নেয়।
সরেজমিন দেখা গেছে, পুকুরের দক্ষিণ পাশে প্রায় এক-চতুর্থাংশ জায়গা বাঁশ গেড়ে ঘিরে ফেলা হয়েছে। সেখানে পুকুর ভরাট করে দোকানঘর তৈরির প্রস্তুতি চলছে। এ ঘটনায় নগরকান্দা পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে দখলকারীদের নোটিশ দেয়া হয়েছে। ছাগলদি গ্রামের আবুল হোসেন ফকির, রাজিব হোসেন, সাইফুল আলম শরিফ, চৌমুখার জিল্লুর রহমান, শশার বদিউজ্জামান শরিফ ও নগরকান্দা সদরের মোশাররফ হোসেন মিয়াকে গত শুক্রবার নোটিশ দেয়া হয়। নোটিশে অননুমোদিতভাবে ওই স্থানে কোনো স্থাপনা নির্মাণ বা ভরাট না করার অনুরোধ জানানো হয়েছে।
নগরকান্দা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর নাসির মাহমুদ বলেন, নগরকান্দা পৌরসভার অস্থায়ী কার্যালয়ের পাশে প্রায় ২০ শতাংশ জায়গা জুড়ে পুকুরটির অবস্থান। পুকুরের দক্ষিণ পাশে রাস্তা সংলগ্ন কিছু ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। কিছু জমি লিজ নেয়া। সেসব জমিতে অনেক আগে থেকেই দোকানঘর তোলা হয়েছে। ওই দোকান মালিকেরাই এখন রাতারাতি পুকুরের প্রায় এক-চতুর্থাংশ জমি বাঁশ দিয়ে ঘিরে ফেলেছে। পুকুরটি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান কাউন্সিলর নাসির মাহমুদ।
নগরকান্দা পৌরমেয়র নিমাই চন্দ্র সরকার বলেন, প্রায় ২০ শতাংশ জমিজুড়ে পুকুরটির বিস্তৃতি। ওই জমি সরকারি খাস খতিয়ানভুক্ত। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মেয়র আরো জানান, এ ব্যাপারে একটি নোটিশ দেয়া হয়েছে।
পুকুরের জমি দখলকারীদের একজন জিল্লুর রহমান দখলের সত্যতা স্বীকার করে বলেন, তাদের তিন ভাইয়ের নামে এই পুকুর লাগোয়া তিন শতাংশ জমি রয়েছে। তাই তারা পুকুরের একপাশে বাঁশ গেড়ে ঘিরে রেখেছেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনএম আব্দুল্লাহ আল মামুন বলেন, পুকুরের জমি দখলের জন্য অনেক আগে থেকেই চেষ্টা চলছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর নির্দেশ দেয়া হয়েছে। কাগজপত্র দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল