১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পূর্ণিমার জোয়ারের পানিতে বেতাগীর কৃষকের স্বপ্নভঙ্গ

বেতাগীতে পুর্ণিমার জোয়ারে তলিয়ে যাওয়া বাদাম ক্ষেত : নয়া দিগন্ত -

বিষখালী নদীর কোলঘেঁষে বরগুনার বেতাগী পৌরসভার উত্তর বেতাগী গ্রামের রাস্তা গত পূর্ণিমার জোয়ারে ভেঙে যায়। রাস্তার ভাঙা অংশে জোয়ারের অতিরিক্ত পানি প্রবেশ করে কৃষকদের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ভেসে গেছে মরিচ, বাদাম, মুগডাল ও বোরোধানের বীজতলা। ফসল ঘরে তুলতে না পারায় চরম হতাশা ও দুশ্চিন্তায় রয়েছে চাষিরা।
সরেজমিন ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, এক বছর আগে বেতাগী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিষখালী নদীর পাড়ঘেঁষে গ্রামীণ জনপদের রাস্তা তৈরি হয়েছিল। গত পূর্ণিমার জোয়ারে বিষখালী নদীর পানির চাপে রাস্তা ভেঙে অতিরিক্ত পানিতে তলিয়ে যায় পৌর এলাকা এবং বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামের আংশিক এলাকা।
মাঠভরা উঠতি ফসল পানিতে তলিয়ে না গেলে সময় অনুযায়ী আর ১০-১৫ দিনে এসব ফসল বিক্রি করে ধারদেনা পরিশোধ করতে পারতেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রাস্তা ভেঙে জোয়ারের পানির নিচে রয়েছে ৭৫ হেক্টর ইরিধানের বীজতলা, ৫৫ হেক্টর চিনাবাদাম, ৭০ হেক্টর মরিচ, ৩৫ হেক্টর মুগডাল ও ৭৪ হেক্টর জমির পুঁইশাক, ডাঁটাশাকসহ বিভিন্ন সবজি।
বেতাগী পৌর এলাকার কৃষক বেল্লাল হোসেন বলেন, বোরোধানের বীজ বপনের পরই ডুবে যায় এবং ১০-১২ দিন পানিতে তলিয়ে থাকায় বীজতলা পচন ধরছে। উত্তর বেতাগীর আব্দুল খালেক হাওলাদার বলেন, সব মুগডাল, বাদাম ও মরিচ নষ্ট হয়ে গেছে। এত ক্ষতি কী দিয়ে পূরণ করব!
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, কৃষকদের কাছে উপ-সহকারী পাঠিয়ে পরামর্শ দেয়া হয়েছে। অতিরিক্ত পানি অপসারিত না হওয়ায় ফসল নষ্ট হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা কৃষি কর্মকর্তার কাছে তথ্য পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, রাস্তা ভেঙে বিষখালীর পানিতে ফসলের মাঠ তলিয়ে গছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি কর্মকর্তার সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের শিগগিরই ক্ষতিপূরণ দেয়ার উদ্যোগ নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’

সকল