২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নেত্রকোনায় খামারে বিষ দিয়ে এক হাজার হাঁস নিধন

-

শত্রুতার বশবর্তী হয়ে প্রতিপক্ষকে ঘায়েলের উদ্দেশ্যে বিষ দিয়ে প্রায় এক হাজার হাঁস নিধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে নেত্রকোনার বারহাট্টা উপজেলার হাতিয়াতলা গ্রামে সিদ্দিক মিয়ার হাঁসের খামারে এই অমানবিক ঘটনা ঘটে। নৃশংস এ ঘটনায় এলাকাবাসী হতবাক হয়ে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে খামারি সিদ্দিক মিয়া প্রতিদিনের মতো তার খামারের
হাঁসগুলো পাশের নিচু জমিতে নিয়ে ছেড়ে দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে বিষক্রিয়ায় এক এক করে ৯৮৩ টি হাঁস মারা যায়। জানা গেছে, উপজেলার বাউসী ইউনিয়নের হারুলিয়া গ্রামের নাজমুল হক, তাজমুল ও এনামুলের সাথে খামারি সিদ্দিক মিয়ার বিরোধ চলে আসছিল। তারা সিদ্দিক মিয়াকে প্রায় হুমকি-ধামকি দিয়ে আসছিল। যে স্থানে হাঁস চড়ানো হতো সুযোগ বুঝে আগেভাগেই তারা ওই জমিতে বিষ দিয়ে রাখে।
খামারি সিদ্দিক মিয়া বলেন, আমার প্রতিপক্ষরা প্রায়ই হুমকি-ধামকি দিতো। কিন্তু বিষ প্রয়াগ করে অবলা প্রাণীদের এভাবে মেরে ফেলবে তা আমি স্বপ্নেও ভাবতে পারেনি। আমি দ্রুত এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের জঘন্য কাজ করার সাহস না পান।


আরো সংবাদ



premium cement