সরিষাবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১০ ষ
- সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
- ২১ মে ২০২২, ০৩:৩৫
সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের চর রৌহা গ্রামের মেছের আলী গংদের সাথে মক্কর আলী গংদের বর্গা জমির ধান কাটাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১০ আহত হয়। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পশ্চিম চর রৌহা গ্রামের মৃত মক্কর আলীর ৬০ শতাংশ জমি বর্গা নিয়ে দীর্ঘ দিন ধরে চাষাবাদ করতেন একই এলাকার কৃষক মেছের আলী। ওই জমিতে চলতি মৌসুমে ইরি ধান আবাদ করেছেন মেছের আলী। ধান কেটে নেয়ার পর মেছের আলী ধানের ভাগ দিতে অস্বীকার করলে মক্কর আলীর ছেলে বিপুল মিয়া গংরা লোকজন নিয়ে ধান নেয়ার চেষ্টা চালালে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সময় মেছের আলী, রাসেল, জাহানারা বেগম, মরিয়ম বেগম, বিপুল, বিলকিস বেওয়াসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। ঘটনার সময় মেছের আলীর লোকজন বিপুল গংদের আহতাবস্থায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন।
সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
এ ঘটনায় ওসি (তদন্ত) আবদুল মজিদ জানান, তালাবদ্ধ আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা