২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পোরশায় সর্দি-জ্বরের প্রকোপ বেড়েছে

-

নওগাঁর পোরশা উপজেলার গ্রামে গ্রামে সর্দি-জ্বরের প্রকোপ বেড়েছে। প্রতিটি পরিবারে কেউ না কেউ এ রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে গ্রামের মানুষ সর্দি-জ্বর এবং সেই সাথে মাথা ও শরীর ব্যথায় আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে কেউ সেরে উঠছেন আবার কেউ ৭-১০ দিন ভুগছেন। তবে এ পর্যন্ত গুরুতর কোনো অসুবিধার খবর পাওয়া যায়নি। এ রোগে আক্রান্ত কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, প্রথমত শরীর ও মাথা ব্যথা দিয়ে এ রোগ শুরু হচ্ছে। পরে আবার তারা জ্বরে আক্রান্ত হচ্ছে এবং সাথে কাশি থাকছে। তবে তারা নাপা জাতীয় কিছু ওষুধ সেবনের মাধ্যমে ভালো হচ্ছেন বলে জানান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুব হাসান জানান, আবহাওয়াজনিত কারণে হঠাৎ সর্দি-জ্বরের প্রকোপ একটু বেড়েছে। এ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। যাদের সর্দি-জ্বর হচ্ছে তাদের অবশ্যই হাসপাতালে এসে করোনা পরীক্ষা করতে হবে। তবে সবাইকে সরকারি নির্দেশনা মানতে তিনি অনুরোধ করেন।

 


আরো সংবাদ



premium cement