২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নান্দাইলে ৫ লাখ টাকার সরকারি গাছ কর্তন

-

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ চত্বর পুরাতন কোর্ট বিল্ডিং ও সমাজ সেবা অফিসের কাছ থেকে ১০টি মূল্যবান গাছ কে বা কারা কেটে নিয়ে গেছে। শুক্রবার ছুটির দিন থাকায় ওই দিন সকাল থেকে গাছ কাটার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
একাধিক সূত্র জানায়, ঘটনার দিন সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরের ১০টি গাছ কাটা হয়। তিন-চারজন শ্রমিক একেকটি গাছ কাটেন। গাছগুলো কেটে গুড়িগুলো এমনভাবে মাটি ও বালু দিয়ে মিলানো হয় যাতে কেউ বুঝতে না পারে। গাছ কাটার সময় উপজেলা চত্বরে কাউকে ঢুকতে দেয়া হয়নি। দ্রুত গাছ কেটে উপজেলা চত্বর থেকে সরানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া জানান, শুক্রবার পুরাতন কোর্টবিল্ডিংয়ের সামনে থেকে ৯টি মেহগনি ও একটি আম গাছ কাটা হয়েছে। যার আনুমানিক মূল্য চার-পাঁচ লাখ টাকা। কার নির্দেশে গাছ কাটা হয়েছে তা তার জানা নেই। তবে গাছগুলো যেহেতু উপজেলা পরিষদ চত্বরের, তাই অবশ্যই বিষয়টি অবশ্যই উপজেলা নির্বাহী কর্মকর্তার (উইএনও) জানার কথা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুরের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছ এখানে আছে। এখানে আইসিটি ভবন নির্মাণ করা হবে। যা করা হয়েছে সরকারি বিধিমতেই করা হয়েছে।


আরো সংবাদ



premium cement