১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু রাখার দাবিতে মানববন্ধন

-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত না রেখে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চালু রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন করেন। সুনামগঞ্জ সরকারি কলেজের গণিত অনার্স ফাইন্যাল বিভাগের ছাত্র শামীম আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান, সরকারি কলেজের শিক্ষার্থী দ্বিপাল ভট্টাচার্য, আসাদ বিন শফিক, জনাছিম চৌধুরী, মোহাম্মদ শাহেদ, আমিনুল ইসলাম, ফিঝুম তালুকদার, তফাজ্জল তালুকদার প্রমুখ। শিক্ষার্থীরা বলেন, রাজধানীতে বাণিজ্যমেলা চলছে, হাটবাজার খোলা। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের চরম ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা চালু রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। মানববন্ধন শেষে শিক্ষার্থীদের মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আরো সংবাদ



premium cement