২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বামনায় সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী

-

বরগুনার বামনা সদরের বামনা সাহেব বাড়ি-লঞ্চঘাট সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডির রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
বামনা উপজেলা বাজার ব্রিজ থেকে লঞ্চঘাট পর্যন্ত ১.২২ কিলোমিটার মেইনটেনেন্সের রাস্তার সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আকন ট্রেডিং। ঠিকাদার আবুল কালাম আজাদ রানার সাথে ব্যবসায়ী পার্টনার রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন মোল্লা।
আকন ট্রেডিংয়ের ম্যানেজার সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১০ হাজার সিপটি ইটের খোয়া ধরা সেই জায়গায় লাগতেছে ১২ হাজার সিপটি! হিসাবের চেয়ে কাজে আমাদের অনেক মাল বেশি লাগবে। এগুলো আমরা পাবো কোথায়! তা ছাড়া এম এম বি ব্রিকস থেকে খোয়া কিনেছি। ব্রিকসের মালিক খারাপ মাল দিচ্ছে। তাই মাঝে মধ্যে কিছু খারাপ মাল দেখা যায়।
এ বিষয়ে বামনা উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, রাস্তায় কোনো খারাপ মাল ব্যবহার করছে না। ওই রাস্তা আমি নিজে পরিদর্শন করেছি। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। ইস্টিমেট অনুযায়ী মালামাল ব্যবহার করে মেইনটেনেন্সের কাজ করা হবে।

 


আরো সংবাদ



premium cement