২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
মানববন্ধনে নবজাতকের স্বজনদের প্রশ্ন

প্রসবকালেও শিশুর নিরাপত্তা নেই এ কেমন দেশ?

-

ফরিদপুরে আল-মদিনা প্রাইভেট হাসপাতালে এক নবজাতকের কপাল কেটে ফেলা এবং আরামবাগ হাসপাতালে আরেক নবজাতকের হাতের হাড় ভেঙে ফেলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা হতে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে ফরিদপুরের সাধারণ শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
এ সময় ভুক্তভোগী নবজাতকের বাবা শফি খান, ফুফু হোসনে আরা বেগম, নবজাতকের দাদা রব খান, হাড় ভেঙে যাওয়া নবজাতকের বাবা আরিফুল আলম সজল, দাদী মুক্তি বেগম, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহব্বু পিকুল, সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তফা আমীর ফয়সল, আবরার হোসেন ইতু, তাহিয়াতুল জান্নাত, রুমন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। তারা এসব ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন এবং এসব প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
গত ১৫ জানুয়ারি ফরিদপুরের আল- মদিনা হাসপাতালে এক প্রাইভেট হাসপাতালে ভূমিষ্ঠ হওয়ার সময় এক নবজাতকের কপাল কেটে ফেলা হয়। এরপর গত বুধবার আরামবাগ হাসপাতালে আরেক নবজাতকের হাতের হাড় ভেঙে যায় ভূমিষ্ঠ হওয়ার সময়। এসব ঘটনা জানার পর ওই হাসপাতাল দু’টি সিলগালা করে বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয় হতে।


আরো সংবাদ



premium cement