২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
নাঙ্গলকোটে সিলিন্ডার বিস্ফোরণ

অর্থ সঙ্কটে ব্যাহত হচ্ছে আহতদের চিকিৎসা

-

কুমিল্লায় বেলুন ফুলানোর হিলিয়াম গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণে আহতরা ক্ষতবিক্ষত শরীরের যন্ত্রণা নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এদের অধিকাংশই শিশু।
স্থানীয় সূত্র জানায়, শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে শিশুসহ এখনো অন্তত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। আহতদের কারো কারো পুরো শরীর পুড়ে গেছে। কারো দু‘চোখ, কারো এক চোখ বা হাতে-পায়ে স্পি­ন্টার, আবার কারো পুরো শরীর আগুনে ঝলসে গেছে। কারো হাত-পা ভেঙে গেছে।
আহতদের পরিবার সূত্র জানায়, তাদের চিকিৎসায় বিভিন্ন পরীক্ষা, অপারেশন, ওষুধসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিনি বড় অঙ্কের টাকা ব্যয় করতে হচ্ছে। তাদের অধিকাংশই দরিদ্র পরিবার হওয়ায় চিকিৎসায়ও দেখা দিয়েছে অর্থ সঙ্কট। অনেকে টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না।
সূত্র জানায়, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল হককে প্রধান করে ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, উপজেলার মৌকরা গ্রামের শিশুদের খেলনা বেলুন ব্যবসায়ী আনোয়ার হোসেন গত শনিবার মোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলার প্রস্তুতি হিসেবে হিলিয়াম গ্যাস সিলিন্ডার থেকে খেলনা বেলুনে গ্যাস ভরতে থাকেন। এ সময় উৎসুক শিশু ও নারী-পুরুষ আনোয়ারকে ঘিরে ধরে। এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে ছোট ছোট কণায় (স্পি­ন্টার) পরিণত হয়ে আশপাশে থাকা আনোয়ার ও শিশুসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ গুরুতর আহত হয়।

 


আরো সংবাদ



premium cement