২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
নির্বাচনী সহিংসতা

মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর বিজয় ছিনিয়ে নেয়ার অভিযোগ

-

মুন্সীগঞ্জ সদরের মহাকালি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বিজয় ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার বেলা আড়াইটায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। আওয়ামী লীগ সদর উপজেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ পিন্টু দাবি করে বলেন, আমার রেজাল্ট নিয়ে গড়িমসি ও টালবাহানা করা হয়। আমাকে ৭২৭ ভোটে পরাজিত দেখানো হয়েছে; কিন্তু আমার এজেন্ট মারফত জেনেছি, আমি বিজয়ী হয়েছি।
ফারুক আহমেদ পিন্টু অভিযোগ করেন, নির্বাচনের দিন সকাল থেকে তার এজেন্টদের বিভিন্ন কেন্দ্রে মারধর করা হয়েছে। ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলোতে তার এজেন্ট ও ছেলের ওপর হামলা করে নৌকা প্রতীকের কর্মীরা। এতে তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তারা কেন্দ্র দখল করে জাল ভোট দেয়। এতকিছুর পরও এলাকাবাসী ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দেন।
পিন্টু জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার মোট নয়টি ইউনিয়নের মধ্যে মহাকালি ইউনিয়নের ভোট গণনা গভীর রাতে হয়। ভোটের ফলাফলও সবশেষে গভীর রাতে ঘোষণা দেয়া হয়। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং পুনরায় ভোট গ্রহণের দাবি করেছেন তিনি।


আরো সংবাদ



premium cement