২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বদলগাছীতে অবৈধ স’মিলের ছড়াছড়ি : পুড়ছে বনের কাঠ

বদলগাছীতে অবৈধভাবে গড়ে ওঠা একটি স’মিল : নয়া দিগন্ত -

নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য স’মিল। এর ক্ষতিকর প্রভাব পড়েছে পরিবেশের ওপর। স’মিলে কাঠ জোগান দিতে গিয়ে উজাড় হচ্ছে বন বিভাগের সরকারি গাছ। এসব কারণে সরকারও মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বন ও পরিবেশ দফতরের তেমন কোনো তদারকি ও পদক্ষেপ না থাকায় উজাড় হচ্ছে বন বিভাগের গাছ। উপজেলার যত্রতত্র এমনকি প্রধান সড়কের কোল ঘেঁষে বসানো হয়েছে ঝুঁকিপূর্ণ কাঠ চেরাই মেশিন।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ৩০-৩৫টি স’মিল রয়েছে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই। পাহাড়পুর বিষপাড়ায় স’মিলের মালিক মিনহাজুল ইসলাম বলেন, আমার মিলের লাইসেন্স আছে, আমি নবায়ন করে নিয়েছি। কিন্তু অনেকেরই নেই, তারা অবৈধভাবে মিল চালাচ্ছে। বদলগাছী উপজেলা স’মিল মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, আমাদের সমিতির কার্যকালাপ বন্ধ হয়ে আছে। এ জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা প্রর্যন্ত স’মিল চালানোর নিয়ম থাকলেও কেউ তা মানছে না। এমনকি রাতের আঁধারে অনেকে গাছ চেরাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।
বদলগাছী উপজেলা বন কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, উপজেলায় প্রায় ৩০-৩৫টি স’মিল আছে। এর মধ্যে ১৫টির বৈধ লাইসেন্স রয়েছে, বাকিগুলোর কোনো কাগজপত্র নেই। আমি তাদেরকে নোটিশ করেছি। সাড়া না পেলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

সকল