২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নেত্রকোনায় মাদরাসাছাত্র ও কৃষক খুন

-

নেত্রকোনার পূর্বধলায় জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহারুল ইসলাম (১৯) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। সে উপজেলার হিরন্নপট্টি ফাজিল মাদরাসার আলিম শ্রেণীর ছাত্র এবং বহুলী গ্রামের মৃত মুসলেম উদ্দীনের ছেলে। শাহারুল গত বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় সুজন খাঁ, নাজিম উদ্দিন, তোফাজ্জল হোসেন, মঞ্জুল হক ও আমিনুল খাঁ ওরফে আনারুলকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে একাধিক মামলাও রয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে কেন্দুয়া উপজেলায় আবুল আবুল কাশেম (৭০) নামে এক কৃষক চাচাতো ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন। ধান শুকানোর মতো তুচ্ছ ঘটনা নিয়ে বাগি¦তণ্ডার একপর্যায়ে চাচাতো ভাই ছাদেকের (৬৩) কিল-ঘুষি ও লাথির আঘাতে তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর নিজ গ্রামে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে ছিলিমপুর গ্রাম নিবাসী আবুল কাশেম নিজ বাড়ির সামনে চাচাতো ভাই ছাদেকের খলায় ধান শুকাতে দেন। এ সময় ছাদেক মিয়া বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগি¦তণ্ডা শুরুর একপর্যায়ে ছাদেক মিয়া কিল, ঘুষি ও লাথি মারেন। লাথির আঘাতে আবুল কাশেম মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে কাতরাতে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement