১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মহাদেবপুরে মাঠভরা ধানে বাম্পার ফলনের আশা

ধান কাটায় ব্যস্ত মহাদেবপুরের এক কৃষক: নয়া দিগন্ত -

চলতি মৌসুমে উত্তরাঞ্চলের খাদ্যভাণ্ডার খ্যাত নওগাঁর মহাদেবপুর উপজেলার বিস্তীর্ণ মাঠ আমনে ভরে উঠেছে। বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো বিপর্যয় না
ঘটলে কৃষকের বাড়ির আঙিনা সোনালি ধানে ভরে উঠবে। এর মধ্যে শুরু হয়েছে আগাম জাতের ধান কাটা-মাড়াই। তবে পুরোদমে কাটা-মাড়াই শুরু হতে আরো ১০ থেকে ১৫ দিন লাগতে পারে।
স্থানীয় বাজারে ধানের দামও রয়েছে ভালো। এ মৌসুমে কৃষকরা অধিক মুনাফা লাভ করবেন বলে আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা।
উপজেলার ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের কৃষক আবদুল কুদ্দুস ও সাদ্দাম হোসেন জানান, ক্ষেতে রোগবালাই ও পোকা আক্রমণ করেনি। কৃষি অফিসের পরামর্শে তারা সার ও কীটনাশক ব্যবহার করেছেন।
গত মৌসুমের মতো এবারো বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।
মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, ৩০টি ব্লকে প্রতিনিয়ত ক্ষতিকর পোকা ও রোগের আক্রমণ থেকে ফসল রক্ষায় আলোচনা সভা, লিফলেট বিতরণসহ নানা
সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। উপসহকারী কৃষি কর্মকর্তারা ক্ষেতের আইলে আলোক ফাঁদ পেতে ক্ষতিকর পোকার উপস্থিতি নিশ্চিত করে কৃষকদের বালাইনাশক প্রয়োগের পরামর্শ
দিচ্ছেন। কৃষি বিভাগ আমন চাষিদের প্রণোদনা দিয়েছেন বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement