২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভুরুঙ্গামারীতে পুড়ে গেছে ১১ দোকান

-

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার কুড়ার পাড় বাজারে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট
সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী আব্দুস ছাত্তার জানান, বুধবার মধ্যরাতে গছিডাঙ্গা এলাকার কুড়ারপাড় বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন বাজারের চার দিকে ছড়িয়ে পড়ে। এতে বাজারের
১১টি দোকান পুড়ে যায়। বাজারের দক্ষিণে পাঁচটি মুদিদোকান, একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকান, খাবার হোটেল, স্যালুন, ডেকোরেটর, সাইকেল-রিকশা মেরামতের দোকান ও গো-খাদ্যের দোকান
ছিল। সবগুলো পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ আগুন লাগার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার জন্য বিদ্যুৎ অফিসে অসংখ্যবার ফোন করলেও কেউ রিসিভ করেননি। এতে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে
এবং ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার ইমন মিয়া জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে
আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


আরো সংবাদ



premium cement