২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফ্যাসিস্ট সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : ড. মারুফ

-

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের অধীনে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
বিএনপি তাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নির্দলীয় সরকারের কোনো বিকল্প নেই। কিন্তু জনগণের এই প্রাণের দাবিকে সরকার কোনো
গুরুত্ব দিচ্ছে না। তাই তীব্র গণআন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ ও নির্দলীয় সরকার গঠনে বাধ্য করা হবে।
যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ড. মারুফ বুধবার কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর, দাউদকান্দি উপজেলার ছান্দ্রা, দাউদকান্দি উপজেলা বিএনপি অফিস ও তিতাস উপজেলার তিতাস ভবনে
তিনটি উপজেলা ও দাউদকান্দি পৌর যুবদল আয়োজিত চারটি যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
ড. মারুফ বলেন, বর্তমান সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের নির্দেশ কেউ মানছে না। দ্রব্যমূল্যের নৈরাজ্যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ মানবেতর জীবনযাপন করছে।
সর্বক্ষেত্রে তাদের চরম ব্যর্থতা, অযোগ্যতা, লুটপাট ও দুর্নীতির কারণে দেশের মানুষ ভালো নেই।


আরো সংবাদ



premium cement