২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

উন্নয়নের স্বার্থে কাওসার ভূঁইয়াকে চেয়ারম্যান চায় এলাকাবাসী

-

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নবাসী আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চায় কাওসার ভূইয়াকে। সারা দেশে ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে
আগামী ২৮ নভেম্বর ভাঙ্গা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আলগী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে কাওসার ভূইয়া। মনোনয়ন সংগ্রহের পর থেকেই তিনি ব্যাপক
প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আলগী ইউনিয়নবাসী মনে করে এলাকার উন্নয়নে ও কর্মীবান্ধব নেতা হিসেবে কাওসার ভূঁইয়ার বিকল্প নেই। তিনি পর পর দুইবার চেয়ারম্যান
নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। প্রতিটি গ্রামে ব্রিজ-কালভার্ট, রাস্তা নির্মাণ ছাড়াও ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছেন। এলাকাবাসীর ধারণা কাওসার ভূঁইয়া পুনরায় নির্বাটিত হলে
এলাকা অনেক উন্নত হবে। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো কাওসার ভূইয়া বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর খুব ঘনিষ্ঠজন। সে হিসেবে তার পক্ষেই এলাকার কাক্সিক্ষত
উন্নয়ন করা সম্ভব বলে সচেতন মানুষ মনে করে।
এ ব্যাপারে কাওসার ভূঁইয়া বলেন, আমি চেয়ারম্যান হয়েছি জনগণের জন্য। আমি আমার নেতাকর্মীসহ সকল শ্রেণী-পেশার মানুষের সাথে আলোচনা করে এলাকায় উন্নয়ন কাজ করে চলেছি। আমি
পুনরায় নির্বাচিত হলে সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আলগী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব ইনশা আল্লাহ। আমি মানুষের দুঃসময়ে নিজের জীবন বাজি রেখে গরিব
দুঃখী মানুষের কাজ করে যাচ্ছি। করোনা মহামারীতে অসহায় পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি। দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছি।


আরো সংবাদ



premium cement