২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ছাগলনাইয়ায় মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে ইসিতে অভিযোগ

-

ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে তথ্য গোপন করার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা নুর মোহম্মদ জাকের হায়দারের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অফিযোগ করেছেন নির্বাচনে নৌকা মার্কার মেয়রপ্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ মোস্তফা।
জানা গেছে, আগামী ২ নভেম্বর ইভিএমে ছাগলনাইয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে টেলিভিশন প্রতীক নিয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নুর মোহাম্মদ জাকের হায়দার। তিনি সরকারি ডিলার হওয়ার কারণে পৌরসভা আইন ২০০৯ এর ১৯ এর ২ (ছ) ধারা অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অযোগ্য হলেও তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা গত ১৯ অক্টোবর ছাগলনাইয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং ২০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত আবেদনে প্রার্থী নুর মোহাম্মদ জাকের হায়দারের মনোনয়নপত্র বাতিল ঘোষণার অনুরোধ জানিয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার জসীম উদ্দিন অভিযোগটি ফেনী জেলা নির্বাচন অফিসে পাঠিয়েছেন বলে জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement