২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শাজাহানপুরে বিতর্কিতরাও নৌকার প্রার্থী

-

বগুড়ার শাজাহানপুরে হত্যা ও অস্ত্র মামলার আসামিসহ এলাকার বিতর্কিতরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। তৃতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে এই মনোনয়ন ঘোষণা করা হয়। স্থানীয় সূত্র জানায়, উপজেলা সদরের মাঝিড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান। তার নামে দুই হত্যা মামলাসহ অন্তত এক ডজন মামলা আদালতে বিচারাধীন। উপজেলা যুবলীগের সদস্য সাজু আহমেদের পা কাটাসহ জমি দখল, টর্চার সেল বানিয়ে বিচার সালিসের নামে নিরীহ মানুষকে ধরে এনে মারধর, হত্যার হুমকি ও বালু, মাটি ব্যবসায় সিন্ডিকেট করে সাধারণ মানুষকে জিম্মি করাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর বলেন, আমিসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন দলের মনোনয়নপ্রত্যাশী ছিলাম। কিন্তু আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে একজন বিতর্কিত ব্যক্তিকে নৌকা প্রতীক পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খোট্টাপাড়া ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুককে পুনরায় দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তার বিরুদ্ধে সম্প্রতি বৃদ্ধকে মারধর করে ভিজিডি কার্ড কেড়ে নেয়াসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ছাড়া চোপীনগর ইউনিয়নের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা মাহফুজার রহমান বাবলুর বিরুদ্ধে মাটি ও বালু ব্যবসা এবং জনগণকে হয়রানির অভিযোগ রয়েছে। খরনা ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন। ২০১৬ সালে উপজেলার ওমরদীঘি স্ট্যান্ডে সাজেদুর রহমান শাহিনের প্রাইভেটকার তল্লাশি করে পিস্তল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। তার নামে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের দায়েরকৃত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement