২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
হাইকমান্ডকে হোমনা আ’লীগ

ইউপিতে টাকার বিনিময়ে মনোনয়ন দেয়ার অভিযোগ

-

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেয়া নিয়ে বিপুল পরিমাণ টাকা লেনদেনের অভিযোগ করে আওয়ামী লীগের হাইকমান্ডে লিখিত অভিযোগ দিয়েছেন কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী বরাবর এই লিখিত অভিযোগ দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া হচ্ছে না। এলাকার একটি চক্র বিপুল অঙ্কের টাকার বিনিময়ে দলীয় গঠনতন্ত্র অমান্য করে বিতর্কিত ও নব্য আওয়ামী লীগারদের মনোনয়ন দিয়ে কেন্দ্রে তালিকা পাঠাচ্ছে। এতে দলের বিশ্বস্ত ও ত্যাগী নেতারা বঞ্চিত হয়ে ক্ষোভে ফুঁসছেন। সৃষ্টি হচ্ছে দলীয় কোন্দল। এ অবস্থা চলতে থাকলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অস্থাহীনতা দেখা দিতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তাই জরুরি ভিত্তিতে বিষয়টি আমলে নিয়ে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থী বাছাইয়ে সভানেত্রীর হস্তক্ষেপ কামনা করেন উপজেলা আওয়ামী লীগ নেতারা।


আরো সংবাদ



premium cement