২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

মহম্মদপুরে দুই সপ্তাহ ধরে অফিসে জলাবদ্ধতা

-

বৃষ্টির পানিতে গত দুই সপ্তাহ ধরে জলাবদ্ধ মাগুরার মহম্মদপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস। এর ফলে অফিসের কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী আবুল হাসনাত কাজলকে অফিস করতে হচ্ছে বাসায় বসেই।
আবুল হাসনাত কাজল জানান, দুই মাস আগেও অফিস কক্ষ ও চার পাশ জলাবদ্ধ হয়ে পড়েছিল। এরপর পানি নিষ্কাশন করা হয়। কয়েক জায়গায় বালু দিয়ে ভরাটও করা হয়। কিন্তু তাতে কাজ হয়নি। আবার অফিস কক্ষ জলাবদ্ধ হয়ে পড়েছে। তিনি বলেন, বাসায় বসে অফিস করছি। কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এখানে স্থায়ী সমাধান প্রয়োজন।
অফিসের অফিস সহায়ক আলতাফ হোসেন জানান, অফিসের মধ্যে পানি থাকায় অফিসের দামি দামি আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। পানির মধ্যে কেউ বসতে চান না।
সরেজমিন গিয়ে দেখা যায়, অফিসের মধ্যে প্রায় হাঁট পানি। অফিসের কর্মকর্তা বাসায় বসে অফিস করছেন। অফিসের কর্মচারীরা বাইরে ঘোরাফেরা করছেন। সেবা নিতে আসা লোকজন বাইরে থেকেই প্রয়োজন সেরে চলে যাচ্ছেন। জলাবদ্ধতার কারণে অনেক কর্মচারীর মধ্যে সাপের আতঙ্ক দেখা গেছে। মেকানিক পদের একজন মহিদুল জানান, কত সময় অফিসে বসে থাকা যায়। সাপ-টাপেরও ভয় আছে।
উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, জনাস্বাস্থ্য অফিসটি একটু নিচু জায়গায়। ওই জায়গায় বালু ফেলা হয়েছে। আবারো পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ছাড়া পাশেই ওই অফিসের জন্য নতুন ভবন তৈরি করা হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement
চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’ মিলান ডার্বি জিতে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত অপহরণের ২৬ ঘণ্টা পর সাংবাদিকের বড় ভাই উদ্ধার

সকল