২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

-

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সোমবার রাতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ সানি মিয়াকে (১৮)। তাদের হামলায় সানির বন্ধু ইমন (১৮) ও আবু সায়েম (১৯) আহত হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সানি গোলাকান্দাইল বিজয়নগর এলাকার মিল্লাত হোসেনের ছেলে। গোলাকান্দাইল মুজিবর রহমান ভুঁইয়া উচ্চবিদ্যালয় থেকে তার এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। এ ঘটনায় এজাহার নামীয় জাহিদ হোসেন (১৭) ও আল-আমিনকে (১৯) পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাহফুজ ফেসবুকে মোহাম্মদ সানি মিয়াকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেয়। এ নিয়ে সানি মিয়া ও মাহফুজের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহফুজের সহযোগী দু’জনকে আটক করে ফেলে সানি ও তার বন্ধুরা। পরে মাহফুজ ও তার ভাই মাসুম লোকজন নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সানিসহ তাদের লোকজনের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সানিকে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয়। পরে মোহাম্মদ সানিকে ইউএস বাংলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সানির বাবা মিল্লাত হোসেন বাদি হয়ে ২০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

 


আরো সংবাদ



premium cement