১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বৃদ্ধ বাবা-মাকে রাস্তায় ফেলে যাওয়ায় ৩ ছেলে আটক দায়িত্ব নিলেন ইউএনও

-

খুলনার পাইকগাছায় চার ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবা-মাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে গত সোমবার রাতে ঘটনাটি ঘটে। পরে এই বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম খালিদ হোসেন সিদ্দীকী। তিনি অভিযুক্ত তিন ছেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তাদেরকে থানায় সোপর্দ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, বাবা-মাকে রাস্তায় ফেলে যাওয়ার খবরে ইউএনও ঘটনাস্থলে ছুটে যান। পরে অভিযুক্ত চার ছেলেকে ডেকে ঘটনার বিস্তারিত জেনে নেন। পরে বড় ছেলে রওশন গাজীর জিম্মায় বৃদ্ধ বাবা-মা মেসের আলী গাজী (৯৮) ও মাতা সোনাভান বিবিকে (৮৬) রেখে বাকি তিন ছেলে মতলেব গাজী, মশিয়ার গাজী ও মোশাররফ গাজীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে থানায় সোপর্দ করেন। তিনি বৃদ্ধ-বৃদ্ধার জন্য প্রয়োজনীয় আসবাব ও এক মাসের খাবার বড় ছেলের হাতে তুলে দেন। একইভাবে তাদের খাবার, চিকিৎসা, পোশাকসহ যাবতীয় ব্যয়ভার বহন করবেন বলেও জানিয়েছেন ইউএনও খালিদ হোসেন সিদ্দীকী।

 


আরো সংবাদ



premium cement