২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বান্দরবানে বন্যা ও জলাবদ্ধতার উন্নতি

বান্দরবানে পানি নেমে যাওয়ার পর জনজীবন স্বাভাবিক হতে চলছে: নয়া দিগন্ত -

গত ২৪ ঘণ্টায় সাঙ্গু নদীর অববাহিকায় বৃষ্টিপাত কম হওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতি ও জলাবদ্ধতার উন্নতি হয়েছে। জেলার আলীকদম ও রোয়াংছড়ি উপজেলায় সড়কের ওপর থেকে পানি নেমে যাওয়ায় এসব এলাকায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এ দিকে জেলা শহরের ১৩টি আশ্রয় কেন্দ্র থেকে বন্যার্তরা তাদের বসতবাড়িতে ফিরে যেতে শুরু করেছে। শহরের আর্মিপাড়া, মেম্বারপাড়া, ওয়াবদা ব্রিজ, বাসস্টেশনসহ নিচু এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। লামা ও নাইক্ষ্যংছড়ির উপজেলার বন্যাকবলিত এলাকার পরিস্থিতিও স্বাভাবিক হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ দিকে জেলা প্রশাসন ও পৌরসভা থেকে বন্যার্তদের মধ্যে খিচুড়ি শুকনো খাবারসহ নানা সহায়তা দেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement