২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সোনাগাজীতে সড়কের বেহাল দশা, সংস্কার দাবি

সোনাগাজীতে সড়কের বেহাল দশা, সংস্কার দাবি -

সোনাগাজী ৭ নম্বর সোনাগাজী (সদর) ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সুজাপুর গ্রামের আকবর চাপরাশি সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়া বেহাল হয়ে পড়েছে। সড়কটি ইতোমধ্যে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় সূত্র জানায়, ২.৫ কিলোমিটারের পুরনো একাধিক সড়কের সংযোগ এবং জনগুরুত্বপূর্ণ ওই সড়কটিতে প্রতিদিন পূর্ব সুজাপুর, পশ্চিম সুজাপুর ও দক্ষিণ সুজাপুর, চরখোয়াজসহ পাঁচটি গ্রামের কয়েক হাজার গ্রামবাসী যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন অংশে কার্পেটিং-কংক্রিট উঠে খানাখন্দের সৃষ্টি হওয়াতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এরই মধ্যে সড়কের বিভিন্ন অংশে ভেঙে গেছে। কোনো বাতির ব্যবস্থা না থাকায় রাতের আঁধারে সড়কটিতে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হচ্ছে। সোনাগাজী সদর ইউনিয়নের এই সড়কটি দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি সংস্কারে কোনো উদ্যোগ না নেয়ায় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় মেম্বার ইমাম হোসেন গঠন জানান, সড়কটি দু’টি ওয়ার্ডের মাঝখানে হওয়াতে কেউই গুরুত্বের সাথে না নেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আমি সম্প্রতি সড়কটির সংস্কারের জন্য বাজেট আবেদন করেছি। ইউপি চেয়ারম্যান শামছুল আরেফিন জানান, গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের চেষ্টা করা হবে।


আরো সংবাদ



premium cement