২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নয়া দিগন্ত পাঠকদের আর্থিক সহায়তা পেলেন ৩ কন্যাসন্তানের জননী

-

ঘরে খাবার নেই, তিন নবজাতককে নিয়ে মা তিন দিন না খেয়ে! নয়া দিগন্ত অনলাইন ও ২৯ জুলাই ‘তিন দিন ধরি না খেয়ে আছো, ছইল গুলাক কি খায়াও’ শিরোনামে নয়া দিগন্ত পত্রিকায় সংবাদ প্রকাশের পর রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদী বাতান গ্রামের সেই দরিদ্র যমজ তিন কন্যাসন্তানের জননী পেলেন নয়া দিগন্ত অনলাইন ও নয়া দিগন্ত পত্রিকার পাঠকদের অন্তিম ভালো বাসা ও আর্থিক সহায়তা।
নয়া দিগন্ত পাঠক ঢাকার মিরপুরের এনার্জি প্যাক্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরিরত ঢাকার মিরপুরের সাইফুল ইসলাম নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং আগামীতে প্রতি মাসে যমজ কন্যাসন্তানদের আর্থিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। ঝালকাঠি জেলার দুবাই প্রবাসী হাসান আলী, দুবাই প্রবাসী কক্সবাজারের কুতুবদিয়ার দিদার আজম সিদ্দিকী কুষ্টিয়ার আমীর উদ্দিন, ঢাকা সাভারের হ্যাপী বেগমসহ নয়া দিগন্ত অনলাইন ও নয়া দিগন্ত পত্রিকার অনেক পাঠক নগদ অর্থ সহায়তা প্রদান করেন ও আগামীতে অর্থ সহায়তা প্রদানের আশ্বাস দেন। সম্প্রতি একসাথে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ফরিদা বেগম (২৬)। আগেও চার বছরের এক ছেলে আছে ফরিদা ও জিয়াউর রহমান দম্পতির। ফরিদা বেগম শারীরিকভাবে সুস্থ আছেন।


আরো সংবাদ



premium cement