২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সুনামগঞ্জের দোয়ারা-বোগলা সড়কের বেহাল দশা

-

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারা টু বোগলা সড়কটি পথচারীদের ভোগান্তির কারণ। গত বছর আকস্মিক বন্যায় পানির তীব্র স্রোতে সুরমা ইউনিয়নের মহব্বতপুর মোকাম এলাকায় বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়। মেরামতের অভাবে সড়কের এই অংশটি এখন বড় খালে পরিণত হয়েছে। এতে বিপাকে পড়েছেন প্রায় অর্ধলক্ষ মানুষ।
এলাকাবাসী এই সড়ক ব্যবহার করে উপজেলা সদর, জেলা সদর ও বিভাগীয় শহরে যাতায়াত করে থাকে। এ ছাড়াও বাংলাদেশ ও ভারত সীমান্তে নবনির্মিত বাগানবাড়ি বর্ডার হাটে যোগাযোগের একমাত্র ভরসা এই সড়ক। দুর্গম সীমান্ত এলাকার বাসিন্দারা কৃষি, ব্যবসাবাণিজ্য, স্বাস্থ্যসেবার কাজসহ দৈনন্দিন কাজে যোগাযোগের জন্য এই সড়কটি ব্যবহার করে থাকেন। অথচ জনগুরুত্বপূর্ণ এই সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে।
কোনো ধরনের মেরামতের উদ্যোগ নেয়া হয়নি। সরেজমিন সড়কের ভাঙা অংশে নির্মিত ঝুঁকিপূর্ণ কাঠের সেতু ব্যবহার করতে দেখা গেছে। ভাঙা সড়কে পারাপারের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত ও গাড়ি পারাপার করছেন পথচারীরা। স্থানীয়ভাবে নির্মিত কাঠের এই সেতুটি ইজারা দিয়েছে সুরমা ইউনিয়ন পরিষদ।
স্থানীয় বাসিন্দারা জানায়, বর্ষা মৌসুমে প্রাকৃতিকভাবে হাওরের পানি চলাচল সড়কের এই অংশে বাধাগ্রস্ত হওয়ায় প্রতি বছরই এখানে ভাঙন দেখা দেয়। যে কারণে সড়কের এই অংশ কোনোভাবেই টেকানো যাচ্ছ না। সড়কটি টেকাতে ভাঙা অংশে একটি স্লুইচ গেট নির্মাণ জরুরি।
বোগলা ক্যাম্পের ঘাট গ্রামের বাসিন্দা নূর আলম বলেন, ‘এক বছর হয়ে গেছে এখনো সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি। আমরা যেন ছিটমহলের বাসিন্দা। ভোটের সময় নেতারা আমাদের পাশে আসেন; কিন্তু আমাদের এই দুর্ভোগ নিয়ে এখন তাদের কোনো মাথাব্যথা নেই। এই বিষয়ে সব নেতা নীরব।’ ব্যবসায়ী সাব্বির আকন্দ বলেন, ‘ভাঙা সড়ক যোগাযোগব্যবস্থার কারণে মালামাল আনতে বাড়তি টাকা ও সময় ব্যয় হচ্ছে।’ রোসমত আলী রাসসুন্দর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জামাল মিয়া বলেন, ‘সবসময় এই রাস্তায় দিয়ে কর্মস্থলে যেতে হয়। সড়কটি মেরামত করা জরুরি।’
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মামুনুর রশীদ বলেন, ‘সড়কটি ভাঙার পরপরই এলজিইডি অফিসকে অবহিত করেছি। আপাতত সড়কের এই ভাঙা অংশে পারাপারের সুবিধার্থে স্থানীয়দের সহযোগিতায় কাঠের সেতু নির্মাণ করে ইউনিয়ন পরিষদ থেকে ইজারা দেয়া হয়েছে। সাধারণ মানুষের পারাপার ফ্রি। শুধু গাড়ি পারাপার করতে টোল আদায় করতে বলা হয়েছে।’
বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল বলেন, ‘সড়ক দিয়ে চলাচল করতে ট্যাক্স দিতে হয়। প্রতিনিয়তই ভোগান্তির সম্মুখীন হচ্ছে স্থানীয়রা। সাধারণ মানুষ যে কতটা কষ্টে আছে এ দিক দিয়ে যাতায়াত না করলে বোঝানো যাবে না।’
দোয়ারা এলজিইডির নির্বাহী প্রকৌশলী দেবতোষ পাল বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এই সড়কটাকে একটা বন্যা প্রকল্পের অন্তর্ভুক্ত করে এখানে ব্রিজের চাহিদা দিয়েছি; কিন্তু ওই এলাকার লোকজন এখানে ব্রিজ চাচ্ছে না। তাদের দাবি এখানে ব্রিজ হলে নাকি বন্যার সময় তাদের বসতবাড়িতে পানি প্রবেশ করবে, ফসলি জমি তলিযে যাবে। শুধু প্রটেকশন চাচ্ছে। কিন্তু এখানে তো প্রটেকশন টেকানো যাচ্ছে না। কারণ প্রতি বছর যে পাহাড়ি ঢল নামে এতে ঢলের পানি এখানে এসে বাধাপ্রাপ্ত হয়। যে কারণে প্রত্যেকবারই এখানে ভাঙন দেখা দেয়।

 


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল