১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

-

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া অফিস জানায়, বগুড়া জেলা বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুমা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুডা পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চান, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। একইভাবে বগুড়া জেলার মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দল, ছাত্রদল পৃথক পৃথক স্থানে দোয়া মাহফিল করেছে।
ফরিদপুর সংবাদদাতা জানান, বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফরিদপুরে অসহায় ও দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইবনে ইউসুফ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে বর্র্ধিত পৌরসভার ডোমরাকান্দি গ্রামের ঐতিহ্যবাহী মৌলভী বাড়ির প্রাঙ্গণে সমবেত তিন শতাধিক পরিবারের মাঝে পোলাওয়ের চাল, চিনি, সেমাই, গুঁড়া দুধ ও সাবান প্রদান করা হয়।
এ উপলক্ষে কৈজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মোল্যার সভাপতিত্বে ও বিএনপি নেতা জাহিদুর রহমান মোল্যার আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ছাত্রদল নেত্রী সৈয়দা সুমাইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে শুক্রবার তিতাস উপজেলার জিয়ার কান্দিতে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, উপজেলা সেক্রেটারি ওসমান গনি ভুঁইয়া, সহসভাপতি ভিপি আক্তারুজ্জামান আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক হোসেন ভুঁইয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আদিলুর রহমান ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনউদ্দিন সরকার খুশু প্রমুক।

 


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল