২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাজাপুরে এএসআই’র নামে নালিশ দেয়ায় মিথ্যা মামলা !

-

ঝালকাঠির রাজাপুরে পুলিশের এসআই শাহ আলমের বিরুদ্ধে ডিআইজির কাছে নালিশ দেয়ায় তিনি ওই অভিযোগকারীর বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়েছেন। উপজেলার চাড়াখালি গ্রামের কবির হােসেন হাওলাদারের স্ত্রী সুমা বেগম এ অভিযোগ করেছেন। সুমা বেগম অভিযােগ করেন, ১৭
এপ্রিল শনিবার দুপুরে এসআই শাহ আলম চাড়াখালীর অপরিচিত একটি সন্ত্রাসী দল নিয়ে তার পুরাশূন্য বাড়িতে অভিযোগ ছাড়াই তল্লাশী
চালিয়ে ঘরের মালামাল তছনছ করেন। এ সময় মহিলারা বাধা দিলে তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করে সন্ধ্যার মধ্যে সুমার স্বামীকে থানায় হাজির করতে বলেন। নইলে বাড়িঘর গুঁড়িয়ে দেয়ার হুমকি দেন এসআই শাহ আলম। এ ঘটনায় সুমা বরিশাল রেঞ্জের ডিআইজি বরাবরে এসআই শাহ আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে তিনি আরো ক্ষিপ্ত হন এবং সুমার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা গরু চোরের অভিযোগ এনে মামলা রেকর্ড করেন। সুমার পরিবার এখন চরম আতঙ্কে রয়েছে বলে জানাযায়। তাদের আশঙ্কা যেকোনো সময় তাদের মিথ্যা কোনো অভিযোগ মামলায় ফাঁসাতে পারেন এই এসআই। এ বিষয়ে সুমা উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে নিরপেক্ষ তদন্ত করে বিচার দাবি করেন।
এ ব্যাপারে রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বাদি মৌখিক গরু চুরির অভিযোগ জানালে আমরা সত্যতা প্রমাণের জন্য ঘটনাস্থলে পুলিশ
পাঠিয়েছিলাম এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাই। গত বুধবার রাতে বাদি লিখিত অভিযোগ দিলে বৃহস্পতিবার মামলা রেকর্ড করা হয়।


আরো সংবাদ



premium cement