১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

শ্রীনগরে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

-

মুন্সীগঞ্জের শ্রীনগরে সুমি আক্তার (২০) নামে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসাধীন। আছেন। আগুনে তার শরীরের প্রায় ৭০ ভাগ পুড়ে গেছে। গত ১৭ এপ্রিল সকালে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাইকশা গ্রামে এ ঘটনা ঘটে। সুমি ওই গ্রামের মাছ বিক্রেতা আবদুল খালেকের পুত্রবধূ ও আল-আমিনের স্ত্রী। এ দিকে একটি স্বার্থান্বেষী মহল এ ঘটনায় সুমির স্বামী ও তার পরিবারকে ফাসাতে যড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশী সূত্রে জানা যায়, সুমি তার ভাই ও বাবার সাথে অভিমান করে নিজের শরীরে কেরোসিন ঢেলে নিজেই আগুন লাগিয়ে দেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকায় নেয়া হয়। সুমির বাবা শিবচর এলাকার লুঙ্করফরি মার ও ভাই সোহেলও ঘটনারসত্যতা স্বীকার করেন। তারা জানান, একটি মোবাইল সেটকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। স্থানীয় মহিলা ইউপি সদস্য শিখা বেগম বলেন, খবর শুনে ওই বাড়িতে গিয়ে জানতে পারি সুমি নিজেই গায়ে আগুন দিয়েছেন।
জানা গেছে, খবর পেয়ে শ্রীনগর থানার এসআই আজিজ ও এসআই আবদুল মালেক আগুনে দগ্ধ গৃহবধূকে দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ণ গ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। এ সময় চিকিৎসাধীন গৃহবধূ সুমি নিজের গায়ে নিজেই আগুন দেয়ার কথা স্বীকার করেন। বাবা ও ভাইয়ের সাথে অভিমান থেকেই তিনি এমনটা করেছেন বলে জানান। সুমির স্বামী আল-আমিন বলেন, ঘটনার পরে জানতে পারি কিছুদিন আগে এক পরিচিত ছেলে
বন্ধু সুমিকে একটি মোবাইল সেট উপহার দেয়। ওই মোবাইলে সুমি আমার শশুরের নামে নবায়নকৃত একটি সিমকার্ড ব্যবহার করে আসছিল। আরো জানতে পারি উপহার পাওয়া ওই সেটটি একটি চোরাই সেট। এই সেটে আমার শ্বশুরের নামে। রেজিস্ট্রেশন করা সিম কার্ড লাগানো মোবাইল চুরির ঘটনায় শ্বশুর লুৎফর ফকির মাদরকে শিবচরের পুলিশ ফতার করে। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, গৃহবধূ সুমা
আত্মহত্যার চেষ্টা করে। তার খোঁজখবর নেয়া হচ্ছে। সে চিকিৎসাধীন আছে।


আরো সংবাদ



premium cement