২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নবীনগরে গৃহহীনদের গৃহনির্মাণ শেষ পর্যায়ে

-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ‘গৃহনির্মাণ’ প্রকল্পের ২০টি ঘরের কাজ শেষ পর্যায়ে। ২০২০-২১ অর্থবছরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য নবীনগর উপজেলার সাতটি এলাকায় মোট ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে মোট ৪৮৫টি ঘর নির্মাণ করা হচ্ছে। দুইটি বেডরুম, একটি কিচেন, একটি টয়েলেট ও একটি বারান্দাসহ প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এ প্রকল্পগুলোর নিয়মিত খোঁজখবর রাখছেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম, কাজের তদারকি করছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামূল ছিদ্দিক বলেন, গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ‘গৃহনির্মাণ’ প্রকল্পে কাজগুলো সার্বক্ষণিক তদারকিতে রাখছি। আমি নিজে প্রকল্পের স্থান পরিদর্শন করে এসেছি। নিয়ম মোতাবেক কাজ চলছে।
উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রকল্পের কাজ শেষপর্যায়ে রয়েছে। শ্রমিকরা ফিনিসিং কাজ করছে। আশা করছি কিছু দিনের মধ্যে যাদের নামে ঘর বরাদ্দ হয়েছে, তাদেরকে বুঝিয়ে দিতে পারব।

 


আরো সংবাদ



premium cement