২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

খোকসায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ২০

-

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোমরভোগ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওসমানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাবেদ আলী ও আওয়ামী লীগ নেতা লিটন মাস্টারের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। এরই জেরে গত বুধবার দুপুরে আওয়ামী লীগের নেতা ইউপি সদস্য জাবেদ আলী ও লিটন মাস্টারের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। সে সময় রাতে হামলা চালানোর হুমকি দেন লিটন মাস্টার। পরে রাতে দেশীয় অস্ত্র নিয়ে ইউপি সদস্য জাবেদের লোকজনের বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে জাবেদের লোকজন লিটনের লোকজনের ওপরে হামলা চালালে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া।
খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, সংঘর্ষের ঘটনায় সকালে উভয়পক্ষের লোকজন মামলা দায়ের করেছেন। এরই মধ্যে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement