১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

নড়াইলে এসপির আন্তরিকতায় মুগ্ধ গৃহবধূ

-

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের আন্তরিকতায় স্বর্ণের চেইন ফেরত পেলেন এক গৃহবধূ । বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে শহরের ভওয়াখালী এলাকার গৃহবধূ তমা খাতুনকে (২২) স্বর্ণের চেইনটি হস্তান্তর করেন পুলিশ সুপার। চেইনটির মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে শহরের রূপগঞ্জ এলাকার মুস্তারী কমপ্লেক্সের সামনে প্লাস্টিকের পণ্য কেনার সময় গৃহবধূর গলা থেকে স্বর্ণের চেইনটি পড়ে যায়। ওই দিনই সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। গৃহবধূ তমা খাতুনের জিডির প্রেক্ষিতে শহরের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে চেইনটি কুড়িয়ে পাওয়া ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। রূপগঞ্জ বাজারের শাড়ি দোকানি চেইনটি কুড়িয়ে পান বলে সিসিটিভিতে শনাক্ত হয়। এরপর বৃহস্পতিবার প্রকৃত মালিককে স্বর্ণের চেইনটি বুঝিয়ে দেন পুলিশ সুপার।
পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের আন্তরিকতায় মুগ্ধ ভুক্তভোগী তমা খাতুন। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধুর মতোই কাজ করেছে। আমরা সব সময় যেন পুলিশের এই ধরনের সেবা পাই। পুলিশের কাছে আমাদের প্রত্যাশা এটুকুই।


আরো সংবাদ



premium cement