১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

হোসেনপুরে বিএডিসির নিম্নমানের বীজে গাছ মরে আলুতে পচন

-

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির নিম্নমানের আলুবীজ রোপণ করে চারা গজানোর পর বেশির ভাগ গাছ মরে গিয়ে আলুতে পচন ধরায় মোটা অঙ্কের লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। ভুক্তভোগী কৃষকরা ক্ষতিপূরণ পেতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে ও ক্ষতিগ্রস্ত আলুক্ষেতেই মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পাকুন্দিয়া আলুবীজ জোন থেকে আলুবীজ সংগ্রহ করে আলু চাষ করে তারা চরম বিপাকে পড়েছেন। ভিত্তি বীজের লিখিত চুক্তি করে নিম্নমানের আলুবীজ কৃষকদের রোপণে বাধ্য করায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও এর দায়ভার বিএডিসি কর্তৃপক্ষ কেন যে নিচ্ছে না তা তাদের বোধগম্য নয় বলে আক্ষেপ করেন। বৃহস্পতিবার সরেজমিন তথ্য সংগ্রহকালে, উপজেলার দক্ষিণ বাদিয়ার চর ব্লকের ব্লক লিডার ওয়াসিম ভূঁইয়া জানান, তার ব্লকের পাঁচজন কৃষক তাদের ১৩ একর জমিতে বিগত নভেম্বর মাসে ডায়মন্ড, এস্টারিক্স, কারেজ ও কার্ডিনাল জাতের ভিত্তি বীজের পরিবর্তে প্রত্যায়িত ও মান ঘোষিত আলুবীজ আবাদ করেন। রোপণ করা এসব আলুর চারা গজানোর কিছু দিন পরে আলুগাছ মরে যেতে শুরু করে। ফলে উৎপাদিত আলুর বেশির ভাগ পচে যায়।

 


আরো সংবাদ



premium cement