২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সালথায় জমি নিয়ে সংঘর্ষ আহত ৩০, বসতঘর ভাঙচুর

-

ফরিদপুরের সালথায় জমি নিয়ে দুই গ্রুপের পক্ষে ৩০ জন আহত
হয়েছেন। এসয় অনেক ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের আওয়ামী লীগ সমর্থক সাবেক ইউপি সদস্য কোহিনুর ও ইউসুফের সমর্থকেদের মধ্যে এ সংঘর্ষ বাধে । তারা দু’জন সাবেক মেম্বার। স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আসিফ ও মতিকা মাতুব্বর দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হলে পরে তা সংঘর্ষে রুপ নেয়। এসয় উভয় পক্ষের শত শত লোক দেশীয় অত্র ঢাল সড়কি ও টেটা হাতে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


দুই ঘন্টাব্যাপি চলা এ রক্তক্ষয়ী সংঘর্ষে ব্র্যাক স্কুলসহ প্রায় ২০টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে উভয়পক্ষ্যের বিশু মোল্লা, মিজান মোল্লা, জাকির মোল্লা, নুরু মিয়া, দবির মোল্লা, ইউসুফ মাতুব্বর, হবে মাতুব্বর, রহিম মাতুব্বর, তোহা মাতুব্বর, তোতা মাতুব্বর, সজিব মোল্লা, তারেক মাতুব্বর ও কোহিনুর মাতুব্বরসহ কমপক্ষে ৩০জন আহত হন। আহতদের নগরকান্দা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিাতি নিয়ন্ত্রণে আনে।


আরো সংবাদ



premium cement