২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
সালিসের নামে যুবককে নির্যাতন

কালুখালীতে ইউপি চেয়ারম্যান আলী কারাগারে

-

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী এক সহযোগীসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গত রোববার কালুখালী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রাম্য সালিসে এক যুবককে অমানুষিক নির্যাতন করায় গ্রেফতার করা হয়। ভুক্তভোগী পরিবার সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পাঁচ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করার পর তাকে গ্রেফতার করা হয়। সোমবার সহযোগীসহ তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে প্রেরণ করে।
গ্রাম্য সালিসে নির্যাতিত যুবকের নাম রাশেদুল ইসলাম। সে সাওরাইল ইউনিয়নের চরপাতুরিয়া গ্রামের ইমান আলী শেখের ছেলে। সালিসে চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী দোষী সাব্যস্ত করে তার পুরুষাঙ্গে ইট বেঁধে ঘোরানোর রায় দেয়া হয়। এ ছাড়া তাকে জুতাপেটা ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করার সিদ্ধান্ত দেন চেয়ারম্যান শহিদুল। রায় মোতাবেক সব কাজই সম্পন্ন করা হয়। এরই মধ্যে রাশেদুল অসুস্থ হয়ে পড়ে এবং তার লিঙ্গ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। জুতাপেটার অপমান সইতে না পেরে সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। এসব দেখে রাশেদুলের স্ত্রী মাহফুজা বেগম আইনি সহায়তার জন্য ৯৯৯ এ ফোন দেন। তাৎক্ষণিক কালুখালী থানার ওসি মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। সেই সাথে সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী ও তার সহযোগী রায়হানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ সময় অপর সহযোগী নাজির শেখ, জিরু মৃধা, রায়হান, চিকু ও জাকির পালিয়ে যায়। এ ব্যাপারে রোববার সন্ধ্যায় রাশেদুলের বাবা ইমান আলী শেখ কালুখালী থানায় মামলা দায়ের করেন।

 


আরো সংবাদ



premium cement