২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চন্দনাইশ ও বোয়ালখালীতে আগুন : পুড়ে গেছে ২১ জনের বসতবাড়ি

-

গত ১৮ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামের চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে ২১ জনের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে নগদ অর্থ মালামাল ও বসতবাড়িসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশ পৌরসদরের ১ নম্বর ওয়ার্ডে প্রদীপ বিশ্বাসের বাড়িতে সাতজনের ও ২৫ জানুয়ারি বিকেল সোয়া ৮টায় বোয়াখালী শাকপুরা শেখ আহমদ চেয়ারম্যান বাড়িতে ১৪ জনের ঘর পুড়ে যায়। চন্দনাইশে রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট হলেও বোয়ালখালীতে অগ্নিকাণ্ডের সূত্র জানায়ায়নি। চন্দনাইশে ক্ষতিগ্রস্তরা হলোÑ দিপু বিশ্বাস, মিনু বিশ্বাস,শিবু বিশ্বাস, সুজিত বিশ্বাস, নারুণ বিশ্বাস ও আশিষ বিশ্বাস। বোয়ালখালী দমকল বাহিনীর লিডার নুরুল আমিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়ার পরই দমকল বাহিনীর পটিয়া ও বোয়ালখালী দু’টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
চন্দনাইশ দমকল বাহিনীর ডিউটি ম্যান সাহাদাত হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই দমকল বাহিনীর একটি দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


আরো সংবাদ



premium cement