২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শ্রীনগরে ৪ বছরেও শেষ হয়নি সড়কের কাজ

-

মুন্সীগঞ্জের শ্রীনগরে এলজিইডির একটি রাস্তার সংস্কার কাজ চার বছর পেরিয়ে গেলেও কার্পেটিং এখনো সম্পন্ন হয়নি। উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাজারের পূর্ব পাশে আবুল মেম্বারের বাড়ির পুকুর পাড় থেকে পাঁচলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে কাজীপাড়া লৌহজং কলেজের উপাধ্যক্ষ শহিদুল সিকদারের বাড়ি পাকা সড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়কটি পাকাকরণের নামে খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখে মের্সাস মিজান অ্যান্ড ব্রাদাস ঠিকাদারী প্রতিষ্ঠান। সংস্কার কাজের নামে খোঁড়াখুঁড়ি করে বেহাল করে ফেলে রাখা হয়েছে। এতে করে ওই এলাকার ১০ গ্রামের প্রায় ৪০ হাজার বসবাসকারী মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়কে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে এই অঞ্চলের আলু, বোরো ধান ও সবজিচাষিরা কৃষি উপকরণ ও উৎপাদিত কৃষিপণ্য পরিবহন নিয়ে বিপাকে পড়েছেন। রাস্তা সংস্কারের অভাবে কয়েক বছর ধরে তাদের দুর্ভোগ চলছে।
এ ব্যাপারে শ্রীনগর এলজিইডি প্রকৌশলী রাজিউল্লাহ বলেন, ঠিকাদারের কাজে অগ্রগতি না থাকায় তাকে বারবার তাগিদ দেয়া হচ্ছে। এ বিষয়ে জানতে ঠিকাদার মিজান শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন সমস্যার কারণে রাস্তার কাজ করতে পারছি না। এর মধ্যে অন্যতম কারণ হলো মালবাহী গাড়ি যাওয়ার রাস্তা নেই। আগামী ফেব্রুয়ারিতে রাস্তার কাজ শুরু করতে পারব বলে আশা রাখি।


আরো সংবাদ



premium cement