২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জনগণ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : ড. খন্দকার মারুফ

-

স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে জনগণ সুষ্ঠু ও নিরেপক্ষ পৌর নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি রোববার সকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে কুমিল্লার দাউদকান্দির সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী নূর মোহাম্মদ সেলিম সরকারের মনোনয়নপত্র জমাদান শেষে স্থানীয় সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন।
ড. মারুফ বলেন, বর্তমান সরকারের সময়ে কোনো নির্বাচনই সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হচ্ছে না। দুই ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনও সুষ্ঠু হয়নি। নির্বাচনে ক্ষমতাসীনরা বিএনপির এজেন্টদের কেন্দ্রে যেতে দেয়নি। অনেক জায়গায় কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। বিএনপির সমর্থকদের ভোটকেন্দ্রের কাছেও যেতে দেয়নি। ফলে জনগণ হতাশ, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। তিনি বলেন, দেশে এখন মহাবিপর্যয় চলছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement