২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভালুকায় বন বিভাগের জমি দখল করে বহুতল ভবন

-

ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্পাঞ্চল হবিরবাড়ি এলাকায় রেঞ্জ অফিসের পাশে বন বিভাগের জমি দখল করে একাধিক ব্যক্তি বহুতল ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। তাতে স্থানীয় বন বিভাগের রহস্যজনক নীরবতায় বেহাত হয়ে যাচ্ছে সংরক্ষিত বনাঞ্চল।
সরেজমিন উপজেলার কয়েকটি এলাকা ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে যানা যায়, হবিরবাড়ি মৌজার ভালুকা রেঞ্জ অফিসের পাশে সিডস্টোর উত্তর বাজারে বন বিভাগের জমিতে জান্নাত নামে এক ইতালি প্রবাসী পাঁচতলা বাড়ি নির্মাণ করছেন। একই দাগে আব্দুস সাত্তার নামে অপর এক ব্যক্তি নির্মাণ করছেন আরেকটি পাঁচতলা বাড়ি।
জমির সীমানা নির্ধারণ বা ডেমারকেশন না থাকলেও বনের জমিতে কিভাবে বহুতল ভবন নির্মাণ করছেন এমন প্রশ্নের জবাবে ইতালি প্রবাসী জান্নাতের ভাই জাকির হোসেন বলেন, শাহাব উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তিন শতাংশ জমি কিনে পাঁচতলা বাড়ি নির্মাণ করছি। খোঁজ নিয়ে দেখতে পারেন আমার কাগজপত্র ঠিক আছে।
স্থানীয়দের অভিযোগ, রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও বিট অফিসার মোহাম্মদ দেওয়ান আলী ভালুকা রেঞ্জে দায়িত্বে আসার পর থেকে হবিরবাড়িতে বনভূমি দখল জোরালো হয়েছে। মালি জীবন দেওয়ানের মাধ্যমে বিট কর্মকর্তা সার্বিক খবরাখবর নিয়ে ভবন মালিকদের সাথে যোগসাজশ করে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।
ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট কর্মকর্তা মোহাম্মদ দেওয়ান আলী জানান, সিডস্টোর বাজারের ৯ নম্বর দাগ পুরোটাই বন বিভাগের জায়গা। ওই দাগে একের পর এক বহুতল ভবন নির্মাণের ব্যাপারে বিটের মালি জীবন দেওয়ানের সাথে কথা বলতে পারেন। তবে তা ছাড়া খোঁজ নিয়ে দেখছি, যদি ঘর নির্মাণ চলমান থাকে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement