২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কর্মসংস্থান কর্মসূচিতে ১৩ কোটি টাকা পাচ্ছেন বগুড়ার শ্রমিকরা

-

সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি-প্রথম পর্যায়) আওতায় বগুড়া জেলায় চলতি অর্থবছরে (২০২০-২১) ১৬ হাজার ১৩৬ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা হারে শ্রম মজুরি পাবেন। এতে জেলায় প্রায় ১৩ কোটি টাকা দেয়া হবে।
বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলায় এ কর্মসূচির আওতায় ৩৯০টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এতে ১৬ হাজার ১৩৬ জন উপকারভোগী শ্রমিককে দৈনিক মজুরি হিসেবে ২০০ টাকা হারে মোট ১২ কোটি ৯০ লাখ ৮৮ হাজার টাকা প্রদান করা হবে।
সূত্র জানায়, সরকার দিনমজুরদের জন্য অব সিজনে সহায়তা করতে এ কর্মসূিচ চালু করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তালিকাভুক্ত শ্রমিকরা নিজ নিজ ব্যাংক হিসেবে জমা করা এ টাকা তুলতে পারবেন।


আরো সংবাদ



premium cement