২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বগুড়া বার সমিতির নির্বাচন কাল দুই দলের জন্যই চ্যালেঞ্জ

-

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনকে বড় দু’টি রাজনৈতিক দলই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তাই দুই দলই পূর্ণাঙ্গ প্যানেলে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। আগামীকাল ২৭ নভেম্বর সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত সমিতির নতুন ২২৬ জন সদস্যসহ মোট ৭২০ জন ভোটার ১৩টি পদে ভোট দেবেন। এবারের নির্বাচনে জামায়াতসহ সমমনা দলগুলো বিএনপির সাথে জোটবদ্ধ থাকলেও বামপন্থী দলগুলো আওয়ামী লীগের সাথে নেই। তারা আলাদা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণে বিএনপি প্যানেল সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিএনপি ও সমমনা দল সমর্থিত প্যানেলের সভাপতি পদে আছেন শফিকুল ইসলাম টুকু ও সাধারণ সম্পাদক পদে আছেন রফিকুল ইসলাম (১) (বর্তমান সাধারণ সম্পাদক)। আওয়ামী লীগ সমর্থিত সভাপতি পদে আছেন গোলাম ফারুক (বর্তমান সভাপতি) ও সাধারণ সম্পাদক পদে তবিবর রহমান তবি। জাসদ, বাসদসহ সমমনা দল সমর্থিত সভাপতি পদে আছেন এ এফ এম সাইফুল ইসলাম পল্টু ও সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ পশারী ববি। এই প্যানেল ছয়টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দিকে নতুন ২২৬ জন ভোটার নির্বাচনে জয়লাভে বড় ফ্যাক্টর বলে জানিয়েছেন আইনজীবীরা। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দিনরাত ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা।
বিগত নির্বাচনে সভাপতিসহ আটটি পদে আওয়ামী লীগ প্যানেল এবং সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি পন্থীরা জয়লাভ করেন।

 


আরো সংবাদ



premium cement