১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

শ্রীনগরে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ

-

শ্রীনগরে একটি পাকা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার রাঢ়িখাল এলাকার নতুন বাজার থেকে সরকারি এতিমখানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেনÑ আবুল কালাম শিকদার, আইয়ুব আলী, মহাসিন উদ্দিন, মকবুল মৃধা, ডা: তোফাজ্জল, আওয়ামী লীগ নেতা খালেক মোল্লা, আলতাফ চৌকিদারসহ তিন শতাধিক এলাকাবাসী।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, রাস্তাসংলগ্ন অগ্রসর বিক্রমপুরের একটি পুকুরে মাছ চাষের কারণে রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে রাস্তার পাড় ধসে পড়ছে। এ ছাড়া পাকা রাস্তাটিও সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। এটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন তারা। এই রাস্তায় ওই এলাকার জগন্নাথপট্টি, কাঠিয়াপাড়া ও টেঁটামারাসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন।

 


আরো সংবাদ



premium cement