২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ধোবাউড়ায় অবৈধ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করায় হামলা

-

ময়মনসিংহের ধোবাউড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুতের ধোবাউড়া সাব জোনাল অফিস সূত্র জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় একটি ফিশারি ও একটি ব্যাডমিন্টন খেলার মাঠে বিপজ্জনক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ অফিসের একটি বিশেষ টিম দর্শা গ্রামে যায়। সংযোগ বিচ্ছিন্ন করার পর দর্শা গ্রামের ১৫ থেকে ২০ জনের একটি দল বিদ্যুৎকর্মীদের ওপর অতর্কিতে হামলা করে।
হামলায় অফিস সহকারী আবু সাদেক ও সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর ওয়াহিদ রানা গুরুতর আহত হন। আবু সাদেকের বাম চোখটি মারাত্মক জখম হয়। অন্যদের মধ্যে লাইনম্যান আসাদুজ্জামান, সুজন ও বিশেষ সহকারী আবদুল্লাহ মারধরের শিকার হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সহকারী জেনারেল ম্যানেজার আলিমুন রেজা তুহিন জানান, আবু সাদেককে ধোবাউড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

 


আরো সংবাদ



premium cement