১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

রংপুরে চাচার বিচারের দাবিতে ভাতিজার মানববন্ধন

-

রংপুর মহানগরীর কুকরুল পশ্চিমপাড়া এলাকায় পৈতৃক জমি দাবি করায় চাচার হাতে ভাতিজা জখম হওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। দুপুরে নগরীর কুকরুল বাজারে এলাকার কয়েক শ’ নারী-পুরুষ একত্র হয়ে মানববন্ধন ও সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির ৪নং ওয়ার্ড সভাপতি হানিফুর রহমান হানিফ, ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম, আহত ভাতিজা বেলাল হোসেন, তার স্ত্রী খাদিজা বেগম, ভাগনি সুমি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পশ্চিমপাড়া এলাকার বেলাল হোসেন তার বাবার মৃত্যুর পর চাচা রমজান আলীর দখলে থাকা জমিজমার ভাগ দাবি করলে ক্ষিপ্ত হয়ে উঠে চাচা। ভাতিজা বেলালকে মেরে ফেলে জমি আত্মসাৎ করার জন্যই সোমবার তাকে ধরে নিয়ে রশি দিয়ে বেঁধে মারধর ও জখম করে।
এ ঘটনায় মামলা হলেও চাচা রমজান আলী ও তার সঙ্গীরা জামিন নিয়ে এসে আবারো তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওসি (তদন্ত) আবু মুসা জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে বেলালকে মারধরকারী চাচা রমজান আলী, চাচী রনজনা বেগম ও কন্যা রোকসানাকে গ্রেফতার করা হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement