২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নোয়াখালীতে সহিংসতাবিরোধী সাইকেল র্যালি

-

সব ধরনের যৌন নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ সেøাগানকে সামনে রেখে বুধবার নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতাবিরোধী তারুণ্যের সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষকালব্যাপী প্রচারণার অংশ হিসেবে জাতিসঙ্ঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক-প্রাণ, নোয়াখালী জেলা স্কাউট ও অ্যাকশান এইড বাংলাদেশ যৌথভাবে এ সাইকেল র্যালির আয়োজন করে। সকাল ১০টায় জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে থেকে সাইকেল র্যালির উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন। সাইকেল র্যালিতে জেলার বিভিন্ন এলাকা থেকে দেড়শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু স্কয়ার থেকে যাত্রা শুরু করে মাইজদী নতুন বাসস্ট্যান্ড ও হরিণারায়নপুর সরকারি উচ্চবিদ্যালয় ঘুরে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে র্যালি এসে শেষ হয়। নোয়াখালী সংবাদদাতা।

 


আরো সংবাদ



premium cement