২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ব্রাহ্মণবাড়িয়ায় নৈশপ্রহরী খুনের ঘটনায় গ্রেফতার ৪ : টার্গেট ছিল ৩ ব্যাংক

-

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শাখার নৈশপ্রহরীকে খুনের ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ব্যাংকের টাকা লুট করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাদের বন্দর এলাকায় অবস্থিত তিনটি ব্যাংক লুট করার উদ্দেশ্য ছিল বলে গ্রেফতারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তি দিয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, আশুগঞ্জ উপজেলার বগৈর গ্রামের রসু মিয়ার ছেলে জামাল হোসেন (২৪), আড়াইসিধা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে জামিল (২৮), রহিম বাদশার ছেলে সাদ্দাম হোসেন (২৭) ও চরচারতলা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মাসুম কবির (৩৮)।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে আশুগঞ্জ গোলচত্বরসংলগ্ন বিডিবিএল শাখা ভবনের ভেতর থেকে নৈশপ্রহরী রাজেশ বিশ্বাসের (২৩) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাজেশ সিলেটের জকিগঞ্জ উপজেলার চান্দপুর গ্রামের ক্ষিরোদ বিশ্বাসের ছেলে।

 


আরো সংবাদ



premium cement